Logo

আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন হাসনাত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ডিসেম্বর, ২০২৫, ১৯:৪০
15Shares
আবু সাঈদ হত্যাকাণ্ডে দায়ীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ চব্বিশের জুলাইয়ে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর আদালতে জবানবন্দি দেওয়ার সময় তিনি এই দাবি জানান।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলের সামনে জবানবন্দিতে হাসনাত আবদুল্লাহ বলেন, আবু সাঈদ হত্যার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বেগম রোকায়া বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং গুলি চালনায় যুক্ত অন্যান্য ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জুলাই আন্দোলনের সময় সংঘটিত এই হত্যাকাণ্ডে অন্তর্ভুক্ত সব অপরাধীর ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। জবানবন্দি শেষে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম, সঙ্গে ছিলেন মঈনুল করিম, ফারুক আহাম্মদ ও আবদুস সাত্তার পালোয়ান।

মামলায় মোট ৩০ আসামির মধ্যে ছয়জন গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে রয়েছে— এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। ২৪ জন এখনও পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

মামলার আনুষ্ঠানিক বিচার চলতি বছরের ২৭ আগস্ট শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। পলাতক আসামিদের পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। এছাড়া মামলায় মোট ৬২ জন সাক্ষী রয়েছেন।

জবানবন্দি ও শুনানি চলাকালীন ট্রাইব্যুনালে বিভিন্ন আসামির পক্ষে আইনজীবীরা যুক্ত ছিলেন। এ মামলায় বেরোবির সাবেক ভিসিসহ সকল আসামির বিরুদ্ধে ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে আদালতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD