Logo

কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৬
5Shares
কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির ১৫ সেনা কর্মকর্তা
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সংঘটিত গুম ও নির্যাতন এবং চব্বিশের জুলাই–আগস্টে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার ১৫ জন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ‘বাংলাদেশ জেল’ লেখা শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে গ্রেপ্তার সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এ সময় আদালতপাড়া ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন পাঁচটি অভিযোগ উত্থাপন করেছে। এ মামলায় ১৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য ট্রাইব্যুনাল-১ আজ দিন নির্ধারণ করে। এর আগে গত ৯ ডিসেম্বর এই তারিখ ঠিক করা হয়।

বিজ্ঞাপন

এই মামলায় গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা হলেন— ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন।

অন্যদিকে, র‍্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় শেখ হাসিনাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত ৩ ডিসেম্বর এ বিষয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সে সময় তিনি গুমের ভয়াবহ চিত্র তুলে ধরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান।

এই মামলায় গ্রেপ্তার হয়ে সাব-জেলে থাকা ১০ সেনা কর্মকর্তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন—র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, কর্নেল কেএম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান (অবসরকালীন ছুটিতে), র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন এবং লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম।

বিজ্ঞাপন

এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ২৮ জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিনও আজ ধার্য রয়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর চিফ প্রসিকিউটর এ মামলার ফরমাল চার্জের শুনানি শেষ করেন। আজ আসামিপক্ষ ও স্টেট ডিফেন্সের আইনজীবীরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এ মামলায় রেদোয়ানুল ইসলামের পাশাপাশি অভিযুক্ত রয়েছেন বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত বিন আলম।

সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা উপলক্ষে বরাবরের মতোই হাইকোর্টের মূল ফটকে পুলিশ ও সেনাবাহিনীর কড়া পাহারা দেখা গেছে। ট্রাইব্যুনাল ভবনের দুই পাশে বিজিবি, র‍্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি এপিবিএন ও সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদেরও তৎপর থাকতে দেখা গেছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD