Logo

আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর, ২০২৫, ১৭:১০
9Shares
আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে এ আবেদন করেন।

এর আগে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। ওই মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা আনিস আলমগীরকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরসহ চারজনকে আসামি করা হয়েছে এবং আনিস আলমগীরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, মামলাটির তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশ থেকে আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমেই গ্রেফতার সাংবাদিক আনিস আলমগীরকে আজ আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য রোববার সন্ধ্যায় আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টায় তাকে ডিবি কার্যালয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD