Logo

জুলাই গণহত্যা: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৭
8Shares
জুলাই গণহত্যা: কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারের নির্দেশ দেন। এর ফলে মামলাটিতে বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে আরও এক ধাপ এগিয়ে গেল।

ওবায়দুল কাদের ছাড়া মামলার অন্য আসামিরা হলেন— আওয়ামী লীগের নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান।

বিজ্ঞাপন

এর আগে একই দিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রেজিস্ট্রারের কাছে ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অভিযোগপত্রে জুলাই-আগস্টের আন্দোলন দমন, ব্যাপক হত্যাযজ্ঞ এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক অভিযোগ আনা হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনার ভিত্তিতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায়, যার ফলে প্রাণহানির ঘটনা ঘটে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বিজ্ঞাপন

আইন সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD