Logo

প্রধান বিচারপতি ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:১১
7Shares
প্রধান বিচারপতি ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর
ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজামান বলেছেন, দায়িত্বপালনের সময় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ছিলেন প্রাতিষ্ঠানিক সততার এক সুদক্ষ কারিগর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আপিল বিভাগের এজলাস কক্ষে প্রধান বিচারপতির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি উত্তরাধিকার সূত্রে এমন এক বিচারব্যবস্থা পেয়েছিলেন যেখানে প্রায়ই আইনের শাসনের পরিবর্তে সুবিধার শাসন জেঁকে বসেছিল। এই ১৬ মাসে আপনি প্রাতিষ্ঠানিক সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনার টেনিউরে বিচার বিভাগে বহু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বিশেষভাবে উল্লেখ করেন-

বিজ্ঞাপন

পৃথক বিচারিক সচিবালয়: দীর্ঘ ২৫ বছর ধরে মাসদার হোসেন মামলার রায় অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ব্লু-প্রিন্ট ছিল, যা ড. রেফাতের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে।

মেধাভিত্তিক ও স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা: রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারক নিয়োগ এবং সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল ২০২৫ প্রবর্তনের মাধ্যমে বিচার বিভাগে নতুন ধারার সূচনা হয়েছে।

বিজ্ঞাপন

মনোবল বৃদ্ধি ও জবাবদিহি: ২৩২টি নতুন বিচারিক পদ সৃষ্টি ও ৮২৬ জন কর্মকর্তার পদোন্নতি, বিচারকদের জন্য সুদমুক্ত ঋণ ও গাড়ি নগদায়ন সুবিধা কার্যকর করা হয়েছে।

ডিজিটালাইজেশন: হাইকোর্টের কোম্পানি বেঞ্চে কাগজমুক্ত বিচার কার্যক্রম ও হেল্পলাইন চালু করা হয়েছে।

কমার্সিয়াল কোর্ট প্রতিষ্ঠা: দ্রুত এবং কার্যকর বিচার কার্যক্রমের জন্য দেশের প্রথম বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার আইন প্রণয়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল বলেন, আপনি আপনার চিন্তাশীল দৃষ্টিভঙ্গি ও অনমনীয় সততার মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদা আন্তর্জাতিক মঞ্চে পুনঃপ্রতিষ্ঠিত করেছেন। পরিবেশগত ন্যায়বিচার নিয়ে আপনার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনারারি ফেলোশিপ প্রমাণ করে আপনার আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি আরও যোগ করেন, আপনি আপনার পিতামহ ও পিতার অসম্পূর্ণ বিপ্লবকে সফল করেছেন। সংবিধান আপনার জন্য শুধুই পাঠ্যবই নয়, জীবন্ত বিবেক হিসেবে কাজ করেছে। আপনার নেতৃত্বে তৈরি ‘দ্য রেফাত স্ট্যান্ডার্ড’ বিচারিক সাহসিকতা ও স্বচ্ছতার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল আবেগাপ্লুত হয়ে বলেন, আপনি আমাদের শিখিয়েছেন, ‘Let justice be done, though the heavens fall’। আপনার প্রজ্ঞা, দূরদর্শী চিন্তা ও কার্যক্রম আমাদের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা। আগামী ২৭ ডিসেম্বর আপনি অবসরে যাচ্ছেন, কিন্তু আপনার কর্ম এবং আদর্শ বাংলাদেশের বিচার বিভাগের প্রতিটি ধাপে থাকবে।

ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচার বিভাগীয় সংস্কারের ক্ষেত্রে যে প্রবর্তন শুরু হয়েছে, তা ভবিষ্যতে বিচার ব্যবস্থার জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই তার প্রজ্ঞা, সততা ও বিপ্লবী মানসিকতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং শুভকামনা জানান তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD