Logo

২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ ডিসেম্বর, ২০২৫, ১৬:০৩
7Shares
২৭ ডিসেম্বর পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান | ফাইল ছবি

আগামী ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান। বুধবার (২৪ ডিসেম্বর) তিনি নিজেই এই তথ্য জানান।

বিজ্ঞাপন

এর আগে, ২১ ডিসেম্বর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন তিনি। পরে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শৈলকূপা উপজেলা বিএনপির নেতারা তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মো. আসাদুজ্জামান ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ছিলেন। এছাড়া, তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এই পদে দায়িত্ব পালন করতে গিয়ে এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণের কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করা রাজনৈতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত হয়ে তিনি নিজের রাজনৈতিক প্রভাব ও ভূমিকা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD