Logo

জামিন পেলেন জুলাই যোদ্ধা তাহরিমা সুরভী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৮:৫৯
জামিন পেলেন জুলাই যোদ্ধা তাহরিমা সুরভী
জুলাই যোদ্ধা তাহরিমা সুরভী | ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য এবং ‘জুলাই যোদ্ধা’ পরিচিত তাহরিমা জান্নাত সুরভীকে আদালত জামিন মঞ্জুর করেছেন। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

পোস্টে বলা হয়, “আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ জানান, সোমবার আদালতে তাহরিমাকে হাজির করে পুলিশ ২ দিনের রিমান্ডের আবেদন করেছিল। শুনানির পর আদালত রিমান্ড মঞ্জুর করেন। এরপর জেলা জজ আদালতে রিভিশনসহ অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে বিজ্ঞ জেলা জজ আদালত-১ তার আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

তাহরিমা সুরভীকে এর আগে ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের জুলাই-আগস্টে গুলশান ও বাড্ডা এলাকায় আন্দোলনের সময়, এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আদায় করার হুমকি এবং সংক্রান্ত অভিযোগে তাহরিমার নাম জড়ানো হয়েছিল।

বিজ্ঞাপন

তাহরিমার জামিন মঞ্জুর হওয়ায় তার পরিবারের পাশাপাশি আন্দোলনের সদস্যরা স্বস্তি পেয়েছেন। নেতারা আশা প্রকাশ করেছেন, মামলার ন্যায্য বিচার দ্রুত সম্পন্ন হবে এবং আন্দোলনের বৈধ অধিকার রক্ষার সুযোগ নিশ্চিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD