হাইকোর্টের রায়ে মনোনয়নপত্র জমা দেওয়া সুযোগ পেল হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে থাকা বাধা দূর হয়েছে। উচ্চ আদালতে আপিলের রায় পাওয়ার মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। হাইকোর্টের এই রায়ের ফলে তার প্রার্থিতা সংক্রান্ত জটিলতা কেটে গেছে বলে মনে করছেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) হাইকোর্টের রায় পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন হিরো আলম। সেখানে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, মনোনয়নপত্র জমা নেওয়ার বিষয়ে হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি।
বিজ্ঞাপন
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হিরো আলম বলেন, অতীতে চারবার নির্বাচনে অংশ নিতে গিয়ে প্রতিবারই আদালতের দ্বারস্থ হতে হয়েছে। এবারও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করবে এবং পুনরায় আদালতে যেতে হবে না।
তিনি আরও বলেন, এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে তিনি আশাবাদী। দীর্ঘদিন ধরে নতুন ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি উল্লেখ করে হিরো আলম বলেন, এবার সবাই শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে—এটাই তার প্রত্যাশা।
বিজ্ঞাপন
নিজের নির্বাচনী অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, বগুড়ায় তিনবার এবং ঢাকা-১৭ আসনে একবার—মোট চারবার তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। বগুড়া-৪ আসনে এবারের নির্বাচন হবে তার পঞ্চম প্রচেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশে তিনি বিপুল ভোটে জয়ী হয়েছিলেন, যদিও পরে নানা জটিলতার মুখে পড়তে হয়েছিল।
হিরো আলম বলেন, জয় নিশ্চিত কি না তা বলা কঠিন, তবে এলাকার মানুষের মধ্যে তার প্রতি একটি আস্থা রয়েছে। তার ভাষায়, মানুষ মনে করে—হিরো আলমকে সুযোগ দিলে সে দুর্নীতিবাজ হবে না। সেই বিশ্বাস থেকেই এবারও আমি ভোটারদের কাছে সমর্থন চাই।







