Logo

সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সিংগাইরে ২ জনের বিরুদ্ধে মামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
মানিকগঞ্জ
২১ জানুয়ারি, ২০২৬, ১৪:০৪
সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজি, সিংগাইরে ২ জনের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধকে পুঁজি করে ভিডিও ধারণ ও সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।

বিজ্ঞাপন

সোমবার (১৯ জানুয়ারি) ভুক্তভোগী মো. আব্দুল হাই মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এ মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী দেওয়ান মো. মিজানুর রহমান জানান, শুনানি শেষে আদালতের বিচারক মো. হাবিবুর রহমান মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)-কে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন— সিংগাইর পৌর এলাকার কাংশা মহল্লার মৃত দলিল উদ্দিন ফকিরের ছেলে হাবিবুর রহমান রাজিব (৪০) এবং গোবিন্দল গ্রামের মৃত আবুল কাশেম সরকারের ছেলে মো. জসিম সরকার (৩৫)।

বিজ্ঞাপন

অপরদিকে, বাদী আব্দুল হাই (৬৪) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের মৃত ইসাজুদ্দিনের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি বলে জানা গেছে।

মামলার অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামিদ্বয় বাদীকে অবাঞ্ছিত প্রশ্ন করে কিছু ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সংবাদ আকারে প্রকাশের ভয় দেখিয়ে গত ২ জানুয়ারি সকাল ১১টার দিকে বাদীর বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ক্ষতিসাধনের হুমকি দেন।

বিজ্ঞাপন

পরিস্থিতির চাপে পড়ে ভুক্তভোগী বাদী আসামি রাজিবকে ২০ হাজার টাকা প্রদান করেন। এরপর বাকি এক লাখ ৮০ হাজার টাকা তাদের সংগঠনের অন্যান্য সাংবাদিকদের দিতে হবে জানিয়ে সাত দিনের সময় বেঁধে দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে। বাকি টাকার জন্য চাপ অব্যাহত থাকায় ভুক্তভোগী আব্দুল হাই গত ৫ জানুয়ারি সিংগাইর থানায় মামলা করতে গেলে তৎকালীন থানার ওসি তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন—এমনটিও মামলায় উল্লেখ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে গত ১৮ ডিসেম্বর দৈনিক জনবাণী ও অনলাইন পোর্টাল বাংলা এডিশন-এর সিংগাইর প্রতিনিধি আসিফ হোসেন বাদী হয়ে অবৈধ ও অনিবন্ধিত ফেসবুক পেজ এবং অনলাইন পোর্টাল সানরাইজ বিডি ও নাগরিক সংবাদ-এ মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে রাজিব ও জসিমের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন। ওই মামলাটিও বর্তমানে আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) তদন্ত করছে বলে জানান বাদী আসিফ হোসেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সদ্য বদলি হওয়া সিংগাইর থানার ওসি এজেএম তৌফিক আজম বলেন, সিংগাইর উপজেলায় সংবাদকর্মীদের মধ্যে তিনজন বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তারা থানায় তদবির ও ভূমি অফিসে দালালি করে থাকেন। রাজিব ও জসিম টাকা নিয়ে চুরি ও মাদক মামলার আসামি ছাড়াতে তদবির করতে এলে তাদের সতর্ক করা হয়েছিল।

তিনি আরও জানান, সংবাদপত্রের নীতিমালা ও নিয়মাবলী পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় গত ৫ নভেম্বর বিজ্ঞপ্তি দিয়ে হাবিবুর রহমান রাজিবকে দৈনিক আমার সংবাদ পত্রিকা থেকে বহিষ্কার করা হয়।

অভিযোগ প্রসঙ্গে হাবিবুর রহমান রাজিব নিজেকে দৈনিক জনকণ্ঠ ও আমার বার্তা পত্রিকার সিংগাইর প্রতিনিধি পরিচয় দিয়ে বলেন, মামলার কথা শুনেছি। মামলা হলেই সব প্রমাণিত হয় না; তদন্তেই সত্যতা বেরিয়ে আসবে।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি মো. রফিকুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD