সবার নিকট ক্ষমা চাইছি: তুষি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রেক্ষাগৃহ পরিদর্শনে গিয়ে ‘পরান’ ও ‘দিন: দ্য ডে’ সিনেমার পোস্টার সরাতে বলে বিতর্কে জাড়িয়ে সমালোচিত হয়েছেন ‘হাওয়া’ সিনেমার নায়িকা নাজিফা তুষি। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তাকে ঘিরে শুরু হয় বিতর্ক। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েন। তবে এ নিয়ে এতদিন কোনো কথা না বললেও এবার ক্ষমা চাইলেন তুষি।
সম্প্রতি সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় তুষি বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কথাগুলো বলিনি। আমি এ ধরনের মানুষও না। তারপরও সবার নিকট ক্ষমা চাইছি। আমার আচরণে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন।
প্রসঙ্গত, ‘হাওয়া’ সিনেমায় তুষি অভিনয় করেছেন গুলতি চরিত্রে। যিনি পেশায় একজন বেদেনী। নৌকাডুবিতে ভেসে যান সাগরে। ওঠেন মাছধরা জালে। এই সিনেমায় কয়েকজন জেলের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার ও সোহেল মন্ডল। ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমন। এটি তার নির্মিত প্রথম চলচ্চিত্র।
ওআ/