যুদ্ধে জিততে রাশিয়াকে ১ লাখ সেনা দিতে চায় উত্তর কোরিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধুত্বের সম্পর্কটা কেমন এবার সেটিই খোলসা করলো দেশটি। ইউক্রেন যুদ্ধে জয়ী হতে রাশিয়াকে এক লাখ স্বেচ্ছাসেবক সেনা দেয়ার প্রস্তাব দিয়েছে কিমের দেশ।
মঙ্গলবার (৭ জুলাই) চ্যানেল ওয়ানে দেয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার সামরিক কর্মকর্তা ইগর কোরোটচেনকো বলেছেন, “উত্তর কোরিয়ার এক লাখ স্বেচ্ছাসেবক ইউক্রেন সংঘর্ষে অংশ নিতে প্রস্তুত রয়েছে। এ সময় উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর প্রশংসা করেন এ রুশ কর্মকর্তা।”
কোরোটচেনকো মনে করেন, “রাশিয়ার উচিত উত্তর কোরিয়ার সৈন্যদের স্বাগত জানানো। ”
তিনি বলেন, “উত্তর কোরিয়া যদি ইউক্রেনীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে আমাদের উচিত তাদের অনুমতি দেওয়া। ”
নিউইয়র্ক-ভিত্তিক কাউন্সিল ফর ফরেন রিলেশনসের তথ্য অনুসারে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বাহিনী। প্রায় ১৩ লাখ সক্রিয় সদস্য রয়েছে এ বাহিনীতে। আরও ছয় লাখ অতিরিক্ত সৈন্য রয়েছে যারা প্রয়োজন অনুযায়ী কাজ করে।
তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে আছে দেশটির সেনারা।
দক্ষিণ কোরিয়ার মিডিয়া আউটলেট ডেইলি এনকে অনুসারে, উত্তর কোরিয়া যুদ্ধ-পরবর্তী ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে সহায়তা করার জন্য শ্রমিক দেয়ারও প্রস্তাব দিয়েছে।
যদিও কিম প্রশাসনের এমন প্রস্তাবের প্রেক্ষিতে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।
এসএ/