নিউ মেক্সিকোতে খুঁজে খুঁজে মুসলিম হত্যার ঘটনায় আটক ১
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে খুঁজে খুঁজে মুসলিম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) আফগান বংশোদ্ভূত ৫১ বছর বয়সী মুহাম্মাদ আবু সাইদকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের।
দুইজন মুসলিমকে হত্যার দায়ে মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও দুই মুসলিম হত্যার সঙ্গে তিনি জড়িত বলে সন্দেহ পুলিশের। তবে ঠিক কি কারণে এসব হত্যা সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
মার্কিন গণমাধ্যম থেকে জানা গেছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গত ৯ মাসের মধ্যে চার মুসলিম ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, এসব হত্যার কারণ 'ঘৃণা' হতে পারে।
সাড়ে পাঁচ লাখের বেশি জনসংখ্যার শহর আলবুকার্কিতে প্রায় পাঁচ হাজার মুসলিম বসবাস করেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার (৭ আগস্ট) এক টুইট বার্তায় এসব ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, “আলবুকার্কিতে চার মুসলিম ব্যক্তির ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্রুদ্ধ ও ব্যথিত। আমরা পূর্ণাঙ্গ তদন্তের জন্য অপেক্ষা করছি।” পাশপাশি ভুক্তভোগী পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এর আগে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা দায়ীদের তথ্য দিতে পারলে পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।
এসএ/