বাবা অভিনয় করাটা পছন্দ করতেন না: পারসা ইভানা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রিয়্যালিটি শো ‘চ্যানেল আই সেরা নাচিয়ের ২০১৪’ এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন পারসা ইভানা। নাচের প্লাটফর্ম থেকে বেরিয়ে টুকটাক অভিনয় শুরু করেন তিনি। নাচ ছাপিয়ে তখনই স্বপ্ন দেখতেন, একদিন অভিনেত্রী হবেন। পারসা ইভানার সেই স্বপ্ন পূরণ হয়েছে আগেই।
২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করছেন পারসা ইভানা।
গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় তার অভিনীত বেশ কিছু নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘গুড বাজ’ ও ‘ব্যাড বাজ’ নাটকে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। এ দুটো নাটকে জিয়াউল হক পলাশের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি।
তবে ইভানার নাচ নিয়ে আপত্তি না থাকলেও অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন তার বাবা। কিন্তু ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয়ের সুযোগ পাওয়ার পর বদলে যায় তার বাবার মত।
এ বিষয়ে পারসা গণমাধ্যমকে ইভানা বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে কাজ করার আগে থেকেই বাসার সবাই মিলে নাটকটি দেখতাম। বাসার কেউ কেউ বলতেন, ইশ্, তুমি যদি এই নাটকে কাজ করতে। একদিন সুযোগ পেয়ে গেলাম। বাবা আমার অভিনয় করাটা পছন্দ করতেন না। ‘ব্যাচেলর পয়েন্ট’–এ যোগ দেওয়ার পর তিনি খুশি। কারণ, তিনি নিজেও এই নাটকের ভক্ত।’
অভিনয় ক্যারিয়ার খুব দীর্ঘ নয় পারসা ইভানার। কিন্তু অল্প সময়ে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘ফেসবুক, ইনস্টাগ্রামে মন্তব্য করে সবাই প্রশংসা করেন; এসব ভীষণ ভালো লাগে। আর ইউটিউবে মন্তব্য দেখলে ভীষণ অনুপ্রাণিত হই।’
পারসা ইভানা ইংলিশ মিডিয়াম থেকে এ-লেভেল সম্পন্ন করেছেন। তার বাবা-মা বিদেশে থাকেন। তারও ইচ্ছে বিদেশে গিয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে উচ্চতর ডিগ্রি নেওয়ার। তবে অভিনয়কে বিদায় জানাতে নারাজ; পড়াশোনার পাশাপাশি কাজ করে যেতে চান বলেও জানান এই অভিনেত্রী।
ওআ/