আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে গেলেন এমডি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
গত শুক্রবার (২৮
জানুয়ারি) হয়ে যাওয়া বাংলাদেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল বিএফডিসি।
এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি
চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷
এ বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন। এ জন্য তিন দফা দাবি ঘোষণা করেন ১৭ সংগঠনের নেতারা।
তার মধ্যে একটি দাবি হলো, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে কর্মস্থলে ঢুকতে না দেওয়া। এজন্য আজ রবিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান করেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা।
কিন্তু
আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে
যান এমডি নুজহাত ইয়াসমিন৷
এ নিয়ে ১৭ সংগঠনের
নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে
এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, 'এমডি মহোদয় রোজকার
মতো আজও সঠিক সময়ে
অফিসে এসেছেন।'
১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ