Logo

আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে গেলেন এমডি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
10Shares
আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে গেলেন এমডি
ছবি: সংগৃহীত

গত শুক্রবার (২৮ জানুয়ারি) হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল বিএফডিসি। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্...

বিজ্ঞাপন

গত শুক্রবার (২৮ জানুয়ারি) হয়ে যাওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল বিএফডিসি। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের৷

বিষয়টিকে অপমানজনক দাবি করে তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে ১৭ সংগঠন।  জন্য তিন দফা দাবি ঘোষণা করেন ১৭ সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

তার মধ্যে একটি দাবি হলো, এফডিসির এমডি নুজহাত ইয়াসমিনকে কর্মস্থলে ঢুকতে না দেওয়া। এজন্য আজ রবিবার (৩০ জানুয়ারি)  সকাল ৯টা থেকে এফডিসির ফটকে অবস্থান করেন ১৭ সংগঠনের নেতা-কর্মীরা।

বিজ্ঞাপন

কিন্তু আন্দোলন শুরুর আগেই এফডিসিতে ঢুকে যান এমডি নুজহাত ইয়াসমিন৷ নিয়ে ১৭ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে এফডিসির গণসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, 'এমডি মহোদয় রোজকার মতো আজও সঠিক সময়ে অফিসে এসেছেন।'

১৭ সংগঠন সূত্রে জানা গেছে, তারা লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন। সেইসঙ্গে এমডিকে অবরুদ্ধ

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD