সমুদ্রের নীল ছোঁয়ায় মেহজাবীন-আদনান

দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর থেকেই এই তারকা দম্পতি দাম্পত্য জীবনের সুন্দর সময় উপভোগ করছেন।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় এবার একান্ত সময় কাটাতে প্রকৃতির নীল-সবুজ সৌন্দর্যে ভরা মালদ্বীপে পাড়ি জমিয়েছেন মেহজাবীন ও আদনান। অবকাশযাপনের সেই মুহূর্তগুলো অভিনেত্রী ভাগ করে নিয়েছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে।
আরও পড়ুন: আমি কাঁদলেও লোকে হাসে: সালমান খান
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের তীরে খোশ মেজাজে ক্যামেরাবন্দী হয়েছেন এই তারকা জুটি। দু'জনের মিষ্টি হাসি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নিঃশব্দে সাগরের কাছে।’
বিজ্ঞাপন

ছবি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ কেউ এই জুটির রসায়নের প্রশংসা করেছেন, আবার অনেকেই শুভকামনা জানিয়েছেন তাদের দাম্পত্য জীবনের জন্য।
এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘এই দৃশ্য দেখেই প্রেমে পড়ে যাবো।’ আরেকজন লিখেছেন, ‘দুজনকেই দারুণ লাগছে, অভিনন্দন।’
বিজ্ঞাপন








