Logo

৬ মাসে ১৮ কেজি কমিয়ে চমকে দিলেন আজমেরী হক বাঁধন

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:৩৫
9Shares
৬ মাসে ১৮ কেজি কমিয়ে চমকে দিলেন আজমেরী হক বাঁধন
ছবি: সংগৃহীত

লাক্স সুন্দরী প্রতিযোগিতার মঞ্চ থেকে শোবিজে যাত্রা শুরু করেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ে তার ধারাবাহিকতা ও প্রতিভার স্বীকৃতি স্বরূপ তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে অভিনয় ছাড়াও নিজের ফিটনেস ও সৌন্দর্য নিয়ে নিয়মিতভাবে আলোচনায় থাকেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি বাঁধন সামাজিক মাধ্যমে নিজেকে ৭৮ কেজি থেকে ৬০ কেজি পর্যন্ত আনার গল্প শেয়ার করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, এই যাত্রা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্য সমস্যা, অস্বাস্থ্যকর অভ্যাস ও বংশগত কারণে ওজন বেড়ে গিয়েছিল। তবে সঠিক চিকিৎসা, নিয়মিত পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মাধ্যমে মাত্র ৬ মাসে ১৮ কেজি ওজন কমাতে সক্ষম হয়েছেন।

বাঁধনের কথায়, তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেয়ে। মেয়ের উৎসাহেই তিনি শরীরচর্চা চালিয়ে গেছেন, জাঙ্ক ফুড থেকে দূরে থেকেছেন এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করেছেন। তিনি বলেন, এটি শুধু ওজন কমানো নয়, এটি নিরাময়, শক্তি এবং আত্মসম্মানের প্রতীক।

বিজ্ঞাপন

ফিটনেস যাত্রার এই রূপান্তরে অনুরাগীদের প্রতিক্রিয়া ইতিবাচক। একজন লিখেছেন, ‘ওয়াও! এটা অনুপ্রেরণামূলক’, আরেকজন লিখেছেন, ‘সত্যিই চমৎকার!’

এদিকে, বাঁধন বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে। বাঁধন জানিয়েছেন, তার মেয়ের উৎসাহেই তিনি এই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই সিনেমার নির্মাতা ও সহশিল্পীরা আমার খুব পছন্দের। আমার মেয়ে বলল, তুমি এটি করো, কারণ আমাকে সব সময় সিরিয়াস বা অবসাদগ্রস্ত চরিত্রে দেখা যায়। হুমায়ূন আহমেদের গল্পে কাজ করার সুযোগ খুবই বিশেষ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD