Logo

অপু বিশ্বাসের আন্তরিকতা, বুবলীর দায়িত্ববোধে মুগ্ধ সজল

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ১৩:০১
8Shares
অপু বিশ্বাসের আন্তরিকতা, বুবলীর দায়িত্ববোধে মুগ্ধ সজল
ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা আব্দুন নূর সজল। সম্প্রতি শবনম বুবলীর সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। চলতি মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে নতুন আরেকটি ছবির কাজ, যেখানে প্রথমবারের মতো সজলের বিপরীতে অভিনয় করবেন অপু বিশ্বাস।

বিজ্ঞাপন

নিজের কাজের ব্যস্ততা নিয়ে সজল সংবাদমাধ্যমকে বলেন, দেখতে দেখতে বছর শেষ হয়ে আসছে। এ বছর বেশ কিছু ভালো কাজ করেছি। বছরের শেষ মাসেও নতুন সিনেমার শুটিং শুরু করব।

নতুন সিনেমা ‘দুর্বার’ পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ। এটি মূলত একটি থ্রিলারধর্মী ছবি বলে জানালেন সজল। তিনি বলেন, দুর্বার অনেক চমকপূর্ণ হবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।

বিজ্ঞাপন

অপু বিশ্বাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে সজল জানান, অপু বিশ্বাস অনেক অভিজ্ঞ এবং আন্তরিক একজন অভিনেত্রী। রিহার্সালের সময় দেখা গেছে, সংলাপের ক্ষেত্রে তিনি খুব দক্ষ। সহযোগিতা প্রদর্শনের ক্ষেত্রে তিনি যথেষ্ট পরিপক্ক এবং শেখার আগ্রহী।

এদিকে, সজল ও শবনম বুবলী জুটির ‘শাপলা শালুক’ ছবিটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। বুবলীর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার। একদম মনে হয়নি আমরা প্রথমবার একসঙ্গে কাজ করছি। বোঝাপড়া এবং কাজের প্রতি দায়িত্ববোধ অত্যন্ত শক্তিশালী।

বিজ্ঞাপন

চলতি বছরে মুক্তি পাওয়া ‘জ্বীন থ্রি’ সিনেমার কথাও তুলে ধরেন সজল। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। সজলের ভাষায়, জ্বীন থ্রি’-তে আমার বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। বিশেষ করে সিনেমার ‘কন্যা’ গানটি দর্শকদের কাছ থেকে এখনও প্রশংসা পাচ্ছে। সব মিলিয়ে বছরটি কাজের দিক থেকে খুবই সফল হয়েছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD