আমি কাঁদলেও লোকে হাসে: সালমান খান

বলিউডের ভাইজান সালমান খান গত তিন দশক ধরে রূপালি পর্দা কাঁপাচ্ছেন। অসংখ্য ব্লকবাস্টার ছবির নায়ক তিনি। তবে সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন ও অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি শেয়ার করেছেন।
বিজ্ঞাপন
সালমান বলেছেন, আমি তো অভিনয় করতেই পারি না। বাকি সব করে নিলেও অভিনয়টা শিখতে পারলাম না। আমি যেটা করি সেটা যেটা মনে হয়, সেটাই করি।
অসংখ্য প্রেমের গল্পে তার অভিনয় দেখেও দর্শকরা আবেগে ভেসেছেন। ‘তড়প তড়প কে’ গানে ঐশ্বরিয়া রাইয়ের দিকে তাকিয়ে কান্নার দৃশ্য কিংবা ‘তেরে নাম’ ছবিতে তার কষ্টের মুহূর্ত আজও দর্শকের চোখে জল আনে। কিন্তু সালমান নিজেকে বলছেন, তিনি নাকি কাঁদতে পারেন না।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার মনে হয়, আমি কাঁদলে লোকে সেটা দেখে হাসে।
অভিনেতার এই মন্তব্য নিয়ে অনেকে মতভেদ প্রকাশ করেছেন। অনেক দর্শক ও সমালোচক মনে করেন, সালমানের আবেগঘন দৃশ্যগুলো সত্যিই দর্শকের হৃদয় স্পর্শ করে এবং তাদের চোখ ভেজায়।








