হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ, মুখ খুললেন ডিপজল

পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে সম্প্রতি আলোচনায় আসা অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, একটি মহল পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারকে হেয় করতে এসব অভিযোগ ছড়াচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে ডিপজল এ বিষয়ে মুখ খোলেন। তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে মিডিয়াকে ব্যবহার করে অপপ্রচার চালানো শুধু অন্যায় নয়, বরং এটি একটি পরিবার ও ব্যক্তির সম্মানের ওপর সরাসরি আঘাত।
ডিপজল লিখেছেন, “রক্তের সম্পর্ক, মা–বাবার নাম জড়িয়ে প্রকাশ্যে মিথ্যাচার করা কতটা যন্ত্রণাদায়ক—তা শুধু ভুক্তভোগীরাই বোঝে। নিজের পরিবারই যখন মিথ্যা ছড়ানোর হাতিয়ার হয়ে ওঠে, তখন তা আরও বেশি কষ্ট দেয়।”
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করেন, তার বোনদের সামনে রেখে পরিকল্পিতভাবে এসব বিষয় গণমাধ্যমে ছড়ানো হচ্ছে। এমনকি তার বোনের ছেলে প্রিন্সও এই অপপ্রচারে জড়িত বলে দাবি করেন তিনি।
স্ট্যাটাসে ডিপজল বলেন, বড় ভাইয়ের মৃত্যুর পর জীবিত দুই ভাইয়ের মধ্যে তিনি একাই নিয়মিত বোনদের খোঁজখবর নিয়েছেন এবং তার সন্তানরাও তাদের পাশে ছিল। অথচ মিডিয়ায় বলা হচ্ছে—মায়ের মৃত্যুর পর তারা কেউ খোঁজ রাখেননি, যা সম্পূর্ণ মিথ্যা ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেন তিনি। সন্তানদের নিয়েও মিথ্যা প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন অভিনেতা।
মায়ের বিষয়ে কথা বলতে গিয়ে ডিপজল দাবি করেন, মা জীবিত থাকাকালীন তিনি সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। উন্নত চিকিৎসার জন্য নিয়মিত ব্যাংককে নেওয়া হতো এবং বিদেশ থেকে ওষুধ আনা হতো। “মাকে নিয়ে মিথ্যা বলা শুধু অপবাদ নয়, এটি একজন সন্তানের অনুভূতিকে চরমভাবে আঘাত করে,”—লেখেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মায়ের মৃত্যুর পর জানাজা, দাফন ও যাবতীয় খরচ একাই বহন করেছেন তিনি, যার সাক্ষী তার এলাকার মানুষ। এছাড়া বোনের ছেলে প্রিন্স ক্যানসারে আক্রান্ত হলে আত্মীয়তার দায়িত্ব থেকে সরে দাঁড়াননি বলেও দাবি করেন ডিপজল। চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠানোসহ তার মেয়ে অলিজা নিজে গিয়ে খোঁজখবর নিয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: সব আনন্দ মিস করছি: মিমি চক্রবর্তী
স্ট্যাটাসে ডিপজল ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার পরও প্রিন্স মিথ্যা প্রচারণায় জড়াচ্ছেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।
বিজ্ঞাপন
তিনি জানান, শিগগিরই যথাযথ তথ্যপ্রমাণসহ সব বিষয় গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
এর আগে ডিপজলের বোন পারভীন অভিযোগ করেন, তিন ভাই মিলে বোনদের প্রায় দুই হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করেছেন। তার দাবি অনুযায়ী, বর্তমান বাজারমূল্যে মোট সম্পত্তির মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা, যার মধ্যে চার বোনের অংশ দুই হাজার কোটি টাকা। ভুয়া দলিল দেখিয়ে বোনদের স্বাক্ষর নেওয়ার অভিযোগও তোলেন তিনি।








