Logo

‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ নেটিজেনরা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৪ ডিসেম্বর, ২০২৫, ২১:৪৫
11Shares
‘শীত পালাবে তোমায় দেখে’ মিমের রূপে মুগ্ধ নেটিজেনরা
বিদ্যা সিনহা মিম | ছবি: ফেসবুক থেকে নেওয়া

জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম নিজের অভিনয় দক্ষতা দিয়ে ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এবার তার অভিনয় নয়, বরং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একগুচ্ছ ছবি দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

সম্প্রতি অবকাশ যাপনের জন্য মিম উড়াল দিয়েছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে। সেখান থেকেই ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেন উষ্ণতা ছড়ানো বেশ কিছু ছবি। সাগর পাড়ে বোল্ড লুকে মিম যেন অন্যরকম আবেদন সৃষ্টি করেছেন।

শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, খোলামেলা পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন এই তারকা। তার মোহময়ী চোখের চাহনি যেন মুহূর্তেই ঘুম কেড়ে নিয়েছে নেটিজেনদের। মালদ্বীপের সৈকতে রোদ চশমা পরেও দারুণ কয়েকটি ফটোশুট করেছেন তিনি।

বিজ্ঞাপন

মিমের এই ছবিগুলো প্রকাশের পরই কমেন্ট বক্স উপচে পড়েছে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা ও কমেন্টে। তার রূপের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে।

একজন অনুরাগী মজা করে লিখেছেন, ‘আপু, এত সুন্দর সুন্দর পিক আপলোড দিও না, শীতও তোমাকে দেখে পালিয়ে যাবে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘অনেক সুন্দর লাগছে দেখতে।’ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মিমের মালদ্বীপের ছবিগুলো রীতিমতো ভাইরাল।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি।

এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD