‘শুভ জন্মদিন ম্যাশ’
জনবাণী ডেস্ক
প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ৬ই অক্টোবর ২০২২

মাশরাফি বিন মুর্তজা, দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। যে নামের সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি মানুষের আবেগ। লাল-সবুজের সাবেক এই অধিনায়কের ৩৯তম জন্মদিন আজ বুধবার। কাকতালীয়ভাবে ২০১৪ সালে একই তারিখে জন্মগ্রহণ করেন তার ছেলে সাহেল মুর্তজা।
বর্তমানে রাজনীতিতে সক্রিয় মাশরাফি, এখনো আনুষ্ঠানিকভাবে বিদায় জানাননি ক্রিকেটকে। সর্বশেষ জাতীয় নির্বাচনে নড়াইল-২ আসন থেকে অংশ নেন হন সংসদ সদস্য। নতুন পরিচয় সংসদ সদস্য ছাপিয়ে দেশের মানুষের কাছে লড়াকু ক্রিকেটারই তার প্রথম পরিচয়।
মাত্র ১৮ বছর বয়সে ২০০১ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মাশরাফির। বৃষ্টির কারণে ম্যাচটি ড্র হলেও চার উইকেট শিকার করে নিজেকে আলাদাভাবে চেনান নড়াইল এক্সপ্রেস।
তরুণ ক্রিকেটারদের সবসময় নিজের ছায়ায় রাখতেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে একই সফরের ওয়ানডে সিরিজে লাল-সবুজ জার্সিতে পথচলা শুরু হয় মাশরাফির। মাত্র ২৬ রানে দুই উইকেট শিকার করলেও বাংলাদেশ হেরে যাওয়ায় রাঙানো হয়নি ওয়ানডে অভিষেকটা।
অভিষেকের পর অনেক ঘাত-প্রতিঘাত পেড়িয়ে ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট খেলতে পেরেছেন মাত্র ৩৬টি। যার সর্বশেষটি আবার ২০০৯ সালে। হাঁটুর ইনজুরির কারণে এরপর আর খেলা হয়নি সাদা পোশাকে।
ইনজুরির কারণে ক্রিকেটের অভিজাত ফরম্যাটে বেশি দিন খেলা হয়নি মাশরাফির।
এরপরও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি পেসারদের তালিকায় নাম রয়েছে মাশরাফির। টেস্টে তার শিকার ৭৮ উইকেট, আর ব্যাট হাতে তিন অর্ধশতকে রয়েছে ৭৯৭ রান।
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ২২০ ওয়ানডেতে শিকার করেছেন ২৭০ উইকেট। ২৬ রানে ৬ উইকেট এখন পর্যন্ত ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড। ব্যাট হাতে এই ফরম্যাটে তার সংগ্রহ ১৭৮৭ রান। আর টি-টোয়েন্টিতে ৫৪ ম্যাচে ৪২ উইকেট শিকারের পাশাপাশি ১৩৬ স্ট্রাইকরেটে করেছেন ৩৭৭ রান।
দুই হাঁটু সাতটি অস্ত্রোপ্রচার নিয়ে লাল-সবুজ জার্সিতে দীর্ঘদিন খেলেছেন মাশরাফি।
সবমিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশকে ৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যার মধ্যে জিতেছে ৫০টিতে।
জেবি/ আরএইচ/