৬০ বলের মধ্যে ৪১ টিই ডট বল, নতুন এক বিশ্ব রের্কড গড়লেন তানভীর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ৬ই জুলাই ২০২৫

সিরিজের প্রথম ওয়ানডেতে লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু ব্যাটারদের ব্যার্থতার কারণে শেষ রক্ষা হয় নাই, স্বাগতিক শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বিশাল ব্যাবধানে। তবে দ্বিতীয় ম্যাচে স্পিনার তানভীরের ঘূর্ণিতে শেষ পর্যন্ত জয়ের দেখা পেয়েছেন বাংলাদেশ। এদিন তানভির একাই প্রতিপক্ষ ব্যাটিং লাইনআপে ধ্বস নামিয়ে দেন। স্বীকার করেন পাঁচ উইকেট।
শনিবার (০৫ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত টাইগার দলপতি মেহেদী হাসান মিরাজ।
আরও পড়ুন: ভানভীরের ফাইফারে সিরিজে সমতা ফিরালো বাংলাদেশ
কিন্তু সিরিজে টিকে থাকার এই ম্যাচেও বাংলাদেশ দলের চিরচেনা সেই ব্যাটিং ব্যার্থতার কারণে মামুলি পুঁজি সংগ্রহ করতে পারে টাইগাররা। আধুনিক ক্রিকেটে মাত্র ২৪৮ রানের সংগ্রহ বল করতে মাঠে নামে বাংলাদেশ। আজ (শনিবার) কলম্বোতে মামুলি লক্ষ্য তাড়ায় উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা দল। তবে মিডল অর্ডারে ধস নামে। এরপর আর ফিরতে পারেনি লঙ্কানরা। প্রথম ওয়ানডেতে এগিয়ে থেকে হারার পর এবার পিছিয়ে থেকেও ফেরার গল্প লিখল লাল-সবুজের বাংলাদেশ। ১৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ।
মাঝারি মানের লক্ষ্য তাড়ায় শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারিয়েছিল শ্রীলঙ্কা। তবে তিনে নেমে সেই ধাক্কা কিছুটা সামাল দেন কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে নিশান মাদুশকাকে সঙ্গে নিয়ে ৪৫ বলে ৬৯ রানের জুটি গড়েন তিনি। ঝোড়ো ব্যাটিংয়ে ৩১ বলে ৫৬ রান করেন এই টপ অর্ডার ব্যাটার। আর মাদুশকা করেন ২৫ বলে ১৭ রান করে তাকে সঙ্গ দেন।তাদের আশা যখন বাড়ছিল, তখনই আঘাত হানেন স্পিনার তানভীর ইসলাম। নিশান মাদুস্কাকে ফিরিয়ে জুটি ভাঙেন। এরপর একে একে ৫ উইকেট স্বীকার একাই স্বীকার এই বোলার। শেষমেশ ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তানভীর।
আরও পড়ুন: সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আজ (শনিবার) নিজের সম্পূর্ণ বোলিং স্পিলিং পূর্ণ করেছেন এই স্পিনার। যেখানে ৬০ বলের মধ্যে ৪১ টিই দিয়েছেন ডট বল। কলোম্বতে বল করে ক্রিকেট ইতিহাসে নতুন এক বিশ্ব রেকর্ড গড়লেন তানভীর ইসলাম।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তানভীর বলেছেন, ‘ভালো লাগছে, ঠিক জায়গায় বল করেছি। আগের ম্যাচের চেয়ে আজ (শনিবার) ভালো উইকেট ছিল। অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা, যিনি ম্যাচের আগে আত্মবিশ্বাস দিয়েছেন।’
এমএল/