লেগুনার হেলপার সেজে হত্যা মামলার আসামি ধরলেন পুলিশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


লেগুনার হেলপার সেজে হত্যা মামলার আসামি ধরলেন পুলিশ

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গত ২২ জানুয়ারি অজ্ঞাত নাম-পরিচয়ের এক ব্যক্তির লাশ পড়ে ছিল। পরে জানা যায়, তার নাম মহির উদ্দিন। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

ওই ঘটনায় পাওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চলন্ত লেগুনা থেকে কেউ তাকে ফেলে দিয়েছেন। কিন্তু ফুটেজে সেই লেগুনার রেজিস্ট্রেশন নম্বর প্লেট দেখা যাচ্ছিল না। লেগুনার খোঁজ করতে শেষপর্যন্ত হেলপারের (চালকের সহকারী) কাজ নেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক বিলাল আল আজাদ।

রবিবার (৩০ জানুয়ারি) বিলাল আল আজাদ বলেন, টানা চার দিন যাত্রাবাড়ী এর আশপাশের এলাকার প্রায় ৩০০টি লেগুনার মধ্য থেকে সেই লাল পাদানিওয়ালা লেগুনার সন্ধান পাই। সেই সূত্র ধরে মহির উদ্দিনের হত্যাকাণ্ডে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- মঞ্জুর, আবদুর রহমান, রিপন রুবেল।

তিনি বলেন, ঘটনায় আমাদের কাছে মাত্র একটি কুলু ছিল, তা হলো লাল পাদানিওয়ালা লেগুনা। সেই কুলু ধরে