দীর্ঘদিন জ্বর থাকতে পারে যে রোগের কারণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


দীর্ঘদিন জ্বর থাকতে পারে যে রোগের কারণে

জ্বর নিজে কোনো রোগ নয়, অনেক রোগ প্রকাশ পায় জ্বর রূপে। বিশেষজ্ঞদের মতে, সুস্থ পূর্ণবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল ৯৮. ফারেনহাইট। যখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে জ্বর বলে। অল্প অল্প জ্বর বলতে যখন শরীরের তাপমাত্রা থার্মোমিটারে ৯৯ থেকে ১০১ ফারেনহাইটের মধ্যে থাকে।

দীর্ঘদিন শরীরে (দুই সপ্তাহের বেশি) অল্প অল্প জ্বর থাকতে পারে যে রোগে

যক্ষ্মা - লিস্ফোমা - কালাজ্বর, ম্যালেরিয়া - এইচআইভি ইনফেকশন -শরীরের বিভিন্ন জায়গায় ফোড়া যেমন- ফুসফুসে ফোড়া, লিভারের ফোড়া - কানেকটিভ টিস্যু রোগ যেমন রিউমাটয়েড আর্থ্রাটিস, এসএলই - থাইরয়েড রোগ যেমন- হাইপারথাইরয়জ্জিম - কৃত্রিম জ্বর - ওষুধজনিত জ্বর - আরও অন্যান্য কারণে যেমন- ফুসফুসে ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার।

শরীরে দীর্ঘদিন জ্বর থাকলে তার অন্তর্নিহিত কারণ জানার জন্য রোগীর কাছ থেকে বিস্তারিত ইতিহাস নিতে হবে, জ্বর কখন আসে, কীভাবে আসে, কীভাবে চলে যায়, দিনের কোন ভাগে বেশি জ্বর থাকে, জ্বরের সঙ্গে অন্য কোনো

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়