করোনায় আক্রান্ত কাজল

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। একের পর এক তারকা অভিনয়শিল্পী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল...
বিজ্ঞাপন
করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। একের পর এক তারকা অভিনয়শিল্পী এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী কাজল।
রবিবার
(৩০ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে মেয়ে নিসার একটি ছবি পোস্ট করে কোভিড-১৯ পজিটিভ হওয়ার
খবর জানান কাজল।
এ
অভিনেত্রী লিখেন, ‘আমার পজিটিভ। সত্যি আমি চাই না, লাল হয়ে যাওয়া আমার নাটকটি কেউ দেখুক।
সুতরাং চলুন বিশ্বের সবচেয়ে মিষ্টি হাসিতে মগ্ন থাকি। তোমাকে খুব মনে পড়ছে নিসা।’
বিজ্ঞাপন
প্রচন্ড সর্দি হওয়ায় কাজলের নাক লাল হয়ে গেছে। এজন্য নিজের ছবি পোস্ট না করে মেয়ের ছবি শেয়ার করেন এই নায়িকা। কাজলের পোস্টে মন্তব্য করে নিসার প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অভিনেত্রী লিখেন—‘ওকে দারুণ লাগছে’। তা ছাড়া কাজল ভক্ত ও সহকর্মীরাও তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
কাজের
দিক থেকে কাজল রেবতী পরিচালিত ‘দ্য লাস্ট হুড়ড়ে’ সিনেমার কাজ করছিলেন। এছাড়াও তার হাতে
আরো বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।
ওআ/








