বিএসএফের গুলিতে প্রাণ গেল গরু ও পাচারকারীর
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:২৯ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২
বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে প্রাণ গেল এক গরু পাচারকারীর। শুধু তাই নয়, বিএসএফের গুলিতে প্রাণ গিয়েছে একটি নিরীহ গরুর। পাশাপাশি জখম হয়েছে এক। এই ঘটনায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির ফাঁসি দেওয়ার অন্তগর্ত চটহাট অঞ্চলের মুড়ি খাওয়া এলাকায়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে ভারত- বাংলাদেশ সীমান্ত বরাবর গরুপাচার করার চেষ্টা চালায় এক যুবক এবং পরবর্তীতে বিএসএফের গুলিতে প্রাণ যায় তার। তবে শুধুমাত্র ওই যুবকই নয়, পরবর্তীতে গুলি লেগে প্রাণ হারায় এক নিরীহ গরু। জখম হয় আরও এক প্রাণী।
এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টায় হঠাৎ গুলির শব্দ শুনতে পেয়ে বেরিয়ে আসে এলাকাবাসীরা। এরপর জানা যায়, ৩ টি গরু পাচার করার সময় বিএসএফের গুলিতে প্রাণহারায় এক যুবক।
একই সঙ্গে মারা যায় ওই গরুটি এবং গুলি লেগে জখম হয়ে পড়ে আরো একটি প্রাণী। এক্ষেত্রে বিএসএফ জওয়ান দ্বারা পর পর গুলি ছোড়ায় কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
আরএক্স