শারীরিক সুস্থতায় ইসলামের নির্দেশনা গুলো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শারীরিক সুস্থতায় ইসলামের নির্দেশনা গুলো

শারীরিক সুস্থতা মহান আল্লাহর বিশেষ নিয়ামত। বান্দার প্রতি প্রভুর এ বিশেষ নিয়ামত দুই প্রকার; শারীরিক ও মানসিক। ইমান ও তাকওয়ার সাথে যে বান্দার মধ্যে উক্ত দুই প্রকার সুস্থতা বিদ্যমান থাকে সে কতোই না সৌভাগ্যবান।

প্রিয় নবী (সা.) বলেন, ‘দুইটি নিয়ামত এমন আছে, যে দুইটিতে (অবহেলার কারণে)  অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর তা হলো, সুস্থতা আর অবসর সময়। (বুখারি, হাদিস : ৬৪১২)

স্বাস্থ্য সব সুখের মূল। পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না অসুস্থ ব্যক্তির। স্বাস্থ্য ভালো রাখার জন্য সব সময় শরীর সুস্থ রাখার চেষ্টা করতে হবে। সুস্থ শরীর ও সুস্থ মন ছাড়া ইবাদত করতেও ভালো লাগে না। তাই ইসলামে স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে রয়েছে বিশদ আলোচনা। সুস্বাস্থ্য ও শারীরিক সুস্থতা ইসলামে কাম্য। মহান আল্লাহর ইবাদত সুন্দরভাবে পালন করার জন্য স্বাস্থ্য ও সুস্থতা খুবই প্রয়োজন। তাই সুস্থ সব মোমিন আল্লাহর কাছে অধিক প্রিয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  বলেছেন, ‘দুর্বল মোমিনের তুলনায় শক্তিশালী মোমিন অধিক প্রিয়। মুসলিম। তিনি আরও বলেছেন, ‘অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্যের প্রতি যত্নবান হও।

তিনি নিজে অসুস্থ হলে সুস্থ হওয়ার জন্য চিকিৎসা করতেন ও অনুসারীদের উৎসাহিত করতেন। অসুস্থ ব্যক্তিকে অভিজ্ঞ  চিকিৎসক দ্বারা চিকিৎসা করাতে এবং হারাম বস্তু ওষুধ হিসেবে ব্যবহার করতে নিষেধ করেছেন। হজরত আবু দারদা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ যে রোগ দিয়েছেন, প্রতি রোগের চিকিৎসা রয়েছে। আবু দাউদ। শরীর অসুস্থ হয় অপরিষ্কার ও নোংরা খাবারের জন্য। সুস্থ থাকার জন্য চাই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশের প্রতি ইসলামে বিশেষ গুরুত্ব রয়েছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

অসুস্থতা মহান আল্লাহই দেন প্রতিকার তিনিই করেন। প্রতি রোগের প্রতিকার বা প্রতিরোধের সঠিক ধারণা আল কোরআনে রয়েছে। আল্লাহ বলেন, ‘আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা মোমিনের জন্য আরোগ্য ও রহমত। সুরা বনি ইসরাইল, আয়াত ৮২।

জি আই/