অডিট নিয়োগের প্রস্তুতি কেমন নিবেন? জেনে নিন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অডিট নিয়োগের প্রস্তুতি কেমন নিবেন? জেনে নিন

পরীক্ষায় বেশির ভাগ প্রশ্ন গ্রামার অংশ থেকে আসে, তবে সাহিত্য থেকে কম করে হলেও প্রশ্ন থাকে। ইংরেজিতে তুলনামূলক দুর্বল প্রার্থীরা পিসি দাশের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার বইয়ের সহায়তা নিতে পারেন। গ্রামারের খুঁটিনাটি জানতে বাজারের প্রচলিত বইগুলোই যথেষ্ট। এছাড়া গতবারের পরীক্ষার প্রশ্নগুলো ভালো করে পড়লে বেশ কিছু প্রশ্ন হয়তো কমন পাওয়া যাবে। তবে  রুটিনে প্রতিদিনই সময় নির্ধারণ করে গণিত বিষয়টা রাখতে হবে। গণিতের জন্য প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখুন। তাহলে চলুন জেনে নেওয়া যাক সংক্ষিপ্ত প্রস্তুতিটি:

গণিত

পড়ার রুটিনে প্রতিদিনই সময় নির্ধারণ করে গণিত বিষয়টা রাখতে হবে। গণিতের জন্য প্রতিদিন কমপক্ষে দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখুন। গণিতের ভিত্তি মজবুত করার জন্য প্রশ্নব্যাংক সহায়ক বইয়ের পাশাপাশি অনলাইনভিত্তিক গণিত টিউটরিয়াল, নমুনা প্রশ্ন বা মডেল টেস্টগুলো নিয়মিত অনুশীলন করতে পারেন। বিগত বছরগুলোর প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে, বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, সরল যৌগিক মুনাফা, অনুপাত

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়