চিকিৎসক সমাজকে হেয় করেছেন মির্জা আজম : বিএমএ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চিকিৎসক সমাজকে হেয় করেছেন মির্জা আজম : বিএমএ

জামালপুর- আসনের সংসদ সদস্য মির্জা আজমের বক্তব্যে চিকিৎসক প্রকৌশলীদেরচোর হিসেবেআখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)

সংগঠনটির দাবি, চিকিৎসক সমাজকে হেয় করেছেন মির্জা আজম। চিকিৎসকদের নিয়ে দেওয়া বক্তব্যে অশালীন, আপত্তিকর, মানহানিকর, কল্পনাপ্রসূত অবমাননাকর উল্লেখ করে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

রবিবার (৩০ জানুয়ারি) বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ জানুয়ারি জামালপুরের একটি সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মির্জা আজমের একটি বক্তব্য চিকিৎসক সমাজের গোচর হয়েছে। সভায় তিনি বাংলাদেশের চিকিৎসক প্রকৌশলীদের চোর হিসেবে আখ্যায়িত করেছেন। তার এই বক্তব্য অশালীন, আপত্তিকর, মানহানিকর, কল্পনাপ্রসূত অবমাননাকর। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়