মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৩:৩০ পূর্বাহ্ন, ২২শে অক্টোবর ২০২২


মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত রাস্তায় মোবাইল ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। উত্তরা এবং গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।


আজ শুক্রবার (২১ অক্টোবর) উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।


গ্রেফতার পাঁচজন হচ্ছেন- মোহাম্মদ শরিফ হোসেন (২২), আব্দুল্লাহ বাবু (২৩), মো. শ্যামল হোসেন ওরফে রাব্বি (২৩), নাসির রাজ (৩০), সাজেদুল আলম ওরফে শাওন।


বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে টঙ্গী এবং উত্তরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, ৫৯টি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।


আব্দুল্লাহ আল মোমেন বলেন, শরীফ হোসেন গাজীপুরের টঙ্গী এলাকায় ছিনতাইকারী চক্রের অন্যতম মূল হোতা। অন্য চারজন হচ্ছেন তার সহযোগী। তারা চারজন ছিনতাই করা মালামাল বিক্রি করতো।

জেবি/ আরএইচ/