কবি আনিস ফারদীনের কবিতাগুলো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কবি আনিস ফারদীনের কবিতাগুলো

                     প্রাণহীন শার্টের মতো

 

হ্যাঙ্গারে ঝোলানো প্রাণহীন শার্টের মতো আমিও বেঁচে আছি

কলকব্জায় ধরেছে মরীচিকা

অরণ্যে রোধনের নোনতা জল শুকিয়ে আসছে ক্রমাগত

তোমার প্রেতচ্ছায়া ছাড়া আজ কিছু নেই এই আমার সাথে।

শুনেছি তুমি বেশ ভালোই আছো

দিব্যি কাটাচ্ছো তোমার ইচ্ছের দিনগুলো,

রংধনুর বর্ণিল সাজে কাটছে বেলা, কাটছে মন ফাগুনের সময়;

তোমার খেয়ালে-বেখায়ালে বেড়েছে মনের দূরত্ব।

এক জনমে তোমার ইচ্ছেগুলোই সব জয়ী হোক

আমার ইচ্ছেগুলো হারিয়ে যাক শূন্যে,

যেখানে গেলে কেউ আর আমায় খুঁজবে না

নিশুতি অন্ধকারের ঘুমছোটা রাতে

নিঃসঙ্গ রাতজাগা যাযাবর হয়ে কেটে যাক দীর্ঘ এক জীবন।

*******************

 

                 সিলমোহর


ঠোঁটে যদি পাই তোমার ঠোঁটের সিলমোহর

সিগারেট ছেড়ে আমি আসক্ত হবো তোমায়,

আকাশে উড়ে যাবে সব নেশা, এই মাতাল আমি

হয়ে উঠবো বিশুদ্ধ মানব।

তোমার হাতের ওই তর্জনী যদি পাই

' ); }

বিজ্ঞাপন

Janobani Squire Ad

পাঠকপ্রিয়