সিত্রাং শক্তিশালী হয়ে বাংলাদেশে আঘাত হানবে!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৯:২৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২২


সিত্রাং শক্তিশালী হয়ে বাংলাদেশে আঘাত হানবে!
ছবি: আরিফুল ইসলাম

সিত্রাংয়ের প্রভাবে ঢাকায় ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। জরুরি প্রয়োজনে ছাতা মাথায় মানুষ বের হয়েছেন। রাজধানীর বাংলামটর এলাকা থেকে সকাল দশটার দিকে তোলা।   

 

বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। এটি বড় আকারের ঘূর্ণিঝড় হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। দেশের উপকূলের প্রায় প্রতিটি জেলায় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হচ্ছে।


সোমবার (২৪ অক্টোবর) সকাল নয়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ আট নম্বর বিশেষ বার্তায় বলা হয়েছে, আজ সোমবার সকাল আটটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমটিার দক্ষিণ–পশ্চিমে; কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কিলোমিাটর দক্ষিণ–পশ্চিমে; মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কিলোমটিার দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল।


আবহাওয়া অধিদপ্তর জানায় বাংলাদেশে কোন এলাকা গুলোকে ক্ষতিগ্রস্ত করবে জানতে চাইলে তারা জানান – বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে খুলনা-বরিশালের আঘাত আনতে পারে। তাছাড়া ভারতের বড় একটি অংশকে এই ঘূর্ণিঝড় আঘাত দিবে। এক্ষেত্রে ঘূর্ণিঝড় আগামী কয়েকদিন কোথায় কোন দিকে মোড় নেয় সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যদি ভারতের উপর দিয়ে চলে যায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টি হতে পারে এর বাইরে তেমন কিছুই নয়। 


কিন্তু যদি বাংলাদেশের দিকে কিছুটা চলে আসে তাহলে খুলনা সুন্দরবন সাতক্ষীরা উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তারা।


আরএক্স/