খোলা হয়েছে মনিটরিং সেল, সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৮ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


খোলা হয়েছে মনিটরিং সেল, সার্বক্ষণিক তদারকি করছেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মনিটরিং ত্রাণ  সেল খোলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তদারকি করছেন বলে সোমবার (২৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা।


ইহসানুল করিম ঘণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ মনিটরিং সেল নামে একটি মনিটরিং সেল খোলা হয়েছে।



প্রধানমন্ত্রী মাঠপর্যায় থেকেও তথ্য নিচ্ছেন। প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও অন্যান্য সরকারি দপ্তরকে সার্বক্ষণিক বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন।


'সবাইকে সেলের হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এগুলো হলো: ০১৭৬৯-০১০৯৮৬, ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২। ফ্যাক্স নম্বর ০২-৯১০২৪৬৯।'


আরএক্স/