দিনের বেলা বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত নেই সরকারের : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪২ এএম, ২৫শে অক্টোবর ২০২২

সচিবালয়ে সোমবার (২৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এমন বক্তব্য তার ব্যক্তিগত, দিনের বেলা বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই, এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এদিকে,রবিবার (২৩ অক্টোবর) তৌফিক-ই-ইলাহী চৌধুরী রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক আলোচনা সভায় বলেন, আমাদের রিজার্ভের যে অবস্থা, আমরা জানি না সামনে কি হবে। এলএনজি এখন আমরা আনছি না। ২৫ ডলার দাম ধরেও যদি এলএনজি আমদানি করতে যাই, চাহিদা মেটাতে অন্তত ছয় মাস কেনার মতো অবস্থা আছে কি না জানি না। আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলায় সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক এ বিষয়ে তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন । সাংবাদিক বেলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, আগামীতে যে অবস্থা আসছে, দিনেও বিদ্যুৎ পাওয়া যাবে না। এ বিষয়টি একটু পরিষ্কার করবেন?
জবাবে তথ্যমন্ত্রী বলেন, তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন সেটি তার ব্যক্তিগত কথা। সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। তৌফিক-ই-ইলাহী সাহেব নিজে কেন এ কথা বলেছেন, সেটার ব্যাখ্যা তিনিই দিতে পারবেন। সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।
কে/আই/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
