জরুরি প্রয়োজন ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করতে অনুরোধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২
জরুরি প্রয়োজন ছাড়া খিলক্ষেত-বিমানবন্দর-উত্তরা হয়ে গাজীপুরগামী সড়ক ব্যবহার না করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) নগরবাসীর সুবিধার্থে এ অনুরোধ জানায় ডিএমপি ট্রাফিক উত্তরা বিভাগ।
ট্রাফিক বিভাগ জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে প্রবল বৃষ্টিপাত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জেবি/ আরএইচ/