তাণ্ডব চালিয়ে ভারতে ‘সিত্রাং’
ডিসেম্বরে নতুন ঝড়ের আভাস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:৪১ পিএম, ২৫শে অক্টোবর ২০২২

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ প্রায় ১৫ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করে শক্তি হারিয়ে ভোরে ভারতে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী এক সপ্তাহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে, ডিসেম্বর মাসে আবারও নতুন করে ঘূর্ণিঝড় হতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ গতকাল সোমবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে ভোলায় আঘাত হানে। ৪০০ ব্যাসার্ধের ঘূর্ণিঝড়টি বারবার গতিপথ পাল্টে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করেছে। পরে স্থলে নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়। পরবর্তীতে দুর্বল হয়ে ভোররাত ৩ টায় কিশোরগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করে।
ঘূর্ণিঝড়টি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল ৬ টায় সুস্পষ্ট লঘুচাপ আকারে নেত্রোকোনা ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করে। আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে সিলেট জেলা দিয়ে ভারতে প্রবেশ করে।
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতিভারী রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি কমেছে। তবে এখনই শীত জেকে বসবে না।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
