ঘূর্ণিঝড় সিত্রাং
বিমানবন্দরে চালু হল ফ্লাইট ওঠানামা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০৬ এএম, ২৬শে অক্টোবর ২০২২

টানা ২১ ঘণ্টা বন্ধ থাকার পর তিন বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম স্বাভাবিক হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে, সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের তিনটি বিমানবন্দর সোমবার বেলা ৩টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল বেবিচক।
আবহাওয়া জনিত কারণে অভ্যন্তরীণ রুটের ৩ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬০টি ফ্লাইট বাতিল করা হয়।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
