ঘূর্ণিঝড় সিত্রাং

১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: প্রতিমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:১৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে সারাদেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার বাড়িঘর, ৬ হাজার হেক্টর ফসলি জমি এবং এক হাজার মাছ ধরার ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাণহানি হয়েছে ৯ জনের বলে জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।


আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য গণমাধ্যমকে জানান। তিনি আরও জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।


এনামুর রহমান বলেন, ডিসেম্বরে দেশে আরেকটি ঘূর্ণিঝড় আঘাত হানবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি।


ক্ষতিগ্রস্ত জেলেদের সুদহীন ঋণ দেওয়া হবে বলেও জানান তিনি।


এদিকে বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ভোলার কাছে বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানে। মধ্যরাতের দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করে।


এতে নোয়াখালী, ভোলা, বরিশাল ও কক্সবাজারের মতো উপকূলীয় জেলায় আঘাত হানে ৯ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস। অনেক জেলায় সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। ঝড়ের কারণে দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়ে। 

জেবি/ আরএইচ/