সিত্রাংয়ের প্রভাব থেকে মুক্ত বাংলাদেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৩১ এএম, ২৬শে অক্টোবর ২০২২

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব থেকে বাংলাদেশ এখন বিপদমুক্ত।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সিত্রাং-পরবর্তী পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন অধিদপ্তরের উপপরিচালক সানাউল হক মণ্ডল।
আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, স্থল ও জলসীমা মিলিয়ে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে মোট ১৫ ঘণ্টা অবস্থান করে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ উপকূলীয় জেলাসহ দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। সিত্রাংয়ের প্রভাবে বরিশাল বিভাগে সর্বোচ্চ ৩২৪ মিলিমিটার এবং ঢাকায় ২৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে বৃষ্টিহীন ছিল দিনাজপুর ও পঞ্চগড়ের তেতুঁলিয়া।
তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে আবারও নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে। এক্ষেত্রে সবাইকে সর্তক ও প্রস্তুত থাকতে হবে।’
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
