মারা গেছেন বিশ্বের সবচেয়ে নোংরা পুরুষ আমু হাজি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫৮ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


মারা গেছেন বিশ্বের সবচেয়ে নোংরা পুরুষ আমু হাজি
ছবি: সংগৃহীত

মারা গেছেন বিশ্বের সবচেয়ে ‘নোংরা পুরুষ’ আমু হাজি। আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) ইরানের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। আমু হাজি নামের ৯৪ বছর বয়সী ওই ব্যক্তি প্রায় সাত দশক ধরে গোসল করেননি।


তিনি অবিবাহিত ছিলেন। রবিবার ইরানের দক্ষিণের প্রদেশে ফার্সের দেজগাহ গ্রামে তার মৃত্যু হয়েছে।


স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, অসুস্থ হওয়ার ভয়ে আমু হাজি গোসল করতেন না। তবে কয়েক মাস আগে গ্রামবাসী তাকে জোর করে গোসল করিয়ে দিয়েছিল। আমুকে নিয়ে ২০১৩ সালে ‘আমু হাজির অদ্ভূত জীবন’ শিরোনামে একটি প্রামাণ্য চিত্র নির্মিত হয়েছিল।


আমু হাজি এমন একটি ডায়েট করতেন যা মূলত রোডকিল দিয়ে তৈরি। তিনি দাবি করেন যে তার প্রিয় খাবার পচা সজারুর মাংস।


বিষয়টি এমন নয় যে, তার তাজা খাবারের অপ্রতুলতা ছিলো। বরং তিনি এটি সত্যিই অপছন্দ করেন। যখন গ্রামবাসীরা তাকে বাড়িতে রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করতো হাজি তখন বিরক্ত হতেন। 

জেবি/ আরএইচ/

সূত্র: ইরনা