দীপাবলীতে বাজি ফোটাতে গিয়ে ঝরল ৩ প্রাণ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:১০ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


দীপাবলীতে বাজি ফোটাতে গিয়ে ঝরল ৩ প্রাণ
ছবি: আনন্দবাজার

দীপাবলিতে ভারতে বাজি ফোটাতে গিয়ে ২০১ স্থানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে বলে, বাসের মধ্যে প্রদীপ সাজাতে গিয়ে পুরো বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই জনের।


এছাড়া অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমে বাজি ফোটাতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১১ বছরের এক শিশুর। একই রাজ্যে বাজির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি মাটির বাড়ি।


বাজির ফুলকি থেকে রাজধানী দিল্লির গান্ধী নগরে একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগে যায়। তিনজন আটকে পড়েন কারখানার ভেতরেই। পরে দমকল বাহিনীর কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে। সবাই অল্পবিস্তর আহত হয়েছে। একজন দমকলকর্মীও আহত হয়েছেন।


এ ছাড়া আরও একাধিক দুর্ঘটনার কথা জানা গেছে। তবে কোনও প্রাণহানির খবর নেই।


দীপাবলির পর ভারতের রাজধানী দিল্লির বাতাসের মান একেবারে খারাপ অবস্থায় আছে। যদিও দূষণের হার গত বছরের তুলনায় কমেছে। 


সূত্র: আনন্দবাজার

জেবি/ আরএইচ/