‘ভালোবাসার দ্বীপে’ ঝরল ৩২ তাজা প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৫৩ পূর্বাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২
দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলের কিরিউইনা দ্বীপে উপজাতীয় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত এবং ১৫ জন নিখোঁজ হয়েছেন।
গতকাল সোমবার মিলানে উপসাগরীয় প্রদেশে অবস্থিত দ্বীপটিতে কুলুমাতা ও কুবোমা জনগোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির রাজধানী পোর্ট মোর্সবি থেকে পুলিশের একটি দল সেখানে গেছে বলে জানিয়েছেন দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী পিটার সিয়ামালিলি জেএনআর। তিনি বলেন, পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং এই অভিযানের দায়িত্বে আছেন।
মন্ত্রী বলেন, দ্বীপে আজ মোতায়েন করা পুলিশের দলকে ওই এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, মাঠে নেতৃত্ব দেওয়া এবং শান্তি প্রক্রিয়া শুরু করতে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা প্রকাশ করতে পারেনি। তবে সরকারি সূত্রগুলো নিশ্চিত করেছে যে ৩২ জন মারা গেছে। আর স্থানীয়রা অনুমান করছেন আরও ১৫ জন নিখোঁজ রয়েছে।
জেবি/ আরএইচ/