ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২২


ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬.৪ মাত্রার ভূমিকম্প
ফাইল ছবি

ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ২৬ জন আহত হয়েছে। ৬.৪ মাত্রার ভূমিকম্প উত্তর ফিলিপাইন কেঁপে উঠেছে, ইউএস জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, আতঙ্কিত বাসিন্দাদের নিরাপদ স্থানে পাঠানো হয়েছে।


ভূমিকম্প যা স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) ১০.৫৯ টায় ডোলোরেসের উচ্চভূমি শহরে আঘাত হানে, রাজধানী ম্যানিলা পর্যন্ত দক্ষিণে ৩৩০ কিলোমিটার (২০৫মাইল) অনুভূত হয়েছিল৷


বাটাক শহরের ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছিল, ভূমিকেন্দ্রের প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তরে।


ডোলোরেস শহরের পুলিশ অফিসার জেফরি ব্লেন্স বলেছেন যে "বিল্ডিংগুলি কাঁপছিল তাই লোকেরা বাইরে ছুটছিল"। “আমি কখনও অনুভব করেছি দীর্ঘতম ভূমিকম্প। ঈশ্বরকে ধন্যবাদ আমরা নিরাপদে আছি। সবাই নিরাপদে থাকুন,”।


সূত্র; আল-জাজিরা


এইচআর/