বনানী থেকে টঙ্গী পর্যন্ত তীব্র যানজট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৮ পিএম, ২৬শে অক্টোবর ২০২২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভোর রাত থেকেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো অফিসগামী মানুষ।
আজ বুধবার (২৬ অক্টোবর) ভোর থেকে এই যানজট শুরু হয় বলে নিশ্চিত করেন, উত্তরা হাউস বিল্ডিং ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক সাজ্জাদ হোসাইন।
এদিকে দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, আজ ভোর পাঁচটা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর যানজট চলে গেছে রাজধানীর বনানী পর্যন্ত। কোনো গাড়িই সামনে এগোতে পারছে না। এদিকে বেলা বাড়তেই সড়কে মানুষের আনাগোনা বাড়ছে।
কথা হলে সড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে। তারা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার সড়কে যানজট ছিল। দিনভর ভোগান্তিতে পড়ে মানুষ। কিন্তু আজকের অবস্থা আরও বেশি খারাপ। আজ ভোর পাঁচটা থেকেই ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত যানজট দেখা দিয়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ।
উত্তরার হাউস বিল্ডিং ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক সাজ্জাদ হোসাইন বলেন, আজ ভোর পাঁচটা থেকেই যানজট চলে গেছে প্রায় বনানী পর্যন্ত। গাজীপুর অংশে কোনো গাড়িই ঢোকাতে পারছি না। এভাবে রাস্তায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। মানুষ না বুঝে আমাদের গালি দেয়।
একইভাবে সড়কের পরিস্থিতি তুলে ধরে টঙ্গীর স্টেশন রোড এলাকার পরিদর্শক শেখ শাহাদাত আলী বলেন, রাস্তার অবস্থা খুব খারাপ। এত করে বলার পরও প্রকল্পের কোনো লোক আমাদের কথা শোনেনি। তারা মিলগেটের অল্প একটু রাস্তা, সেটাও ঠিক করে দেয়নি। যানজট চলে গেছে বোর্ডবাজার পর্যন্ত।
এদিকে গত ১৫ আগস্ট উত্তরায় গাড়ির ওপর গার্ডার পড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনার পর থেকে বিআরটি প্রকল্পের নির্মাণকাজ বন্ধ আছে। আজ সকাল সাড়ে আটটায় সরেজমিনে সড়কটির গাজীপুরের বিভিন্ন অংশে ইট, বালু, সিমেন্টসহ অন্যান্য নির্মাণসামগ্রী অগোছালোভাবে পড়ে থাকতে দেখা যায়। এতে কোথাও কোথাও সড়ক সংকুচিত হয়ে পড়েছে। কোথাও তৈরি হয়েছে খানাখন্দ। এসব খানাখন্দে জমে আছে পানি। সবচেয়ে খারাপ অবস্থা টঙ্গীর মিলগেট এলাকায়। সেখানে গাড়ি চলছে এক লেনে। এর ওপর ওই লেনেও প্রচুর গর্ত, খানাখন্দ। এতে উভয়মুখী সড়কে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
আরএক্স/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

অনুপস্থিত কর্মকর্তাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিল বিদ্যুৎ বিভাগ

নির্বাচনে সহিংসতা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বিসিএস পরীক্ষা নিয়ে যে নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বদরুদ্দীন উমরের প্রয়াণে জাতি হারালো প্রজ্ঞাবান মনীষী: শিক্ষা উপদেষ্টা
