ন্যায্যমূল্যের চিনির জন্য হাহাকার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫০ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২
হঠাৎ করেই দেশে চিনির দাম বেড়ে গেছে। এদিকে টিসিবি রাজধানীর গুরুত্বপূর্ণ ১১টি স্থানে ভর্তুকি মূল্যে গত সোমবার থেকে চিনি বিক্রি শুরু করেছে। সাধারণ মানুষকে গতকাল মঙ্গলবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে দেখা গেছে।
রাজধানীর রামপুরা বাজারের সামনে চিনি কিনতে কয়েক শ মানুষের দীর্ঘ সারি দেখা যায়। এক কেজি চিনির জন্য ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে তারা। কারণ বাজারের চেয়ে অর্ধেক দামে চিনি মিলছে টিসিবির ট্রাকে।
টিসিবি চিনি বিক্রি শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার রামপুরা, মালিবাগ রেলগেট ও শান্তিনগর বাজার ঘুরে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
মালিবাগ রেলগেট এলাকায় চিনি কিনতে আসা হাসিনা আক্তার বলেন, ‘৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে চিনি পেয়েছি। সকাল থেকে বিরাট লাইন। তারপরও মানুষ নিচ্ছে। লাইনে অনেক চা-দোকানি রয়েছে। কেউ কেউ একাধিকবার লাইনে দাঁড়াচ্ছে। সেজন্য চাপ খুব বেশি।’
টিসিবির ডিলাররা জানান, ‘দিনে তাদের দেড় হাজার থেকে এক হাজার ৭০০ কেজি চিনি বরাদ্দ দেয়া হয়েছে। অর্থাৎ প্রতিদিন একটি বিক্রয়কেন্দ্র থেকে দেড় হাজার থেকে এক হাজার ৭০০ মানুষ সাশ্রয়ী মূল্যে চিনি কিনতে পারছেন।’
এদিকে টিসিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাজধানীর ১১ স্পটে চিনি বিক্রি কার্যক্রম চলছে। ভোক্তা পর্যায়ে সাশ্রয়ী মূল্যে এ চিনি বিক্রি করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মালিবাগ রেলগেট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজসংলগ্ন রাস্তা, নিউমার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারছেন।