গৃহবধূর সামনেই তাঁর প্রেমিকের গলা কেটে খুন করল স্বামী


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০২:৫৫ পূর্বাহ্ন, ২৭শে অক্টোবর ২০২২


গৃহবধূর সামনেই তাঁর প্রেমিকের গলা কেটে খুন করল স্বামী
ফাইল ছবি

স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে প্রতিবেশী যুবকের। এই সন্দেহে প্রতিবেশী যুবককে বাড়িতে ডেকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠল। 


বুধবার (২৬ অক্টোবর) এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শক্তিপুরে। খুনের পর ওই যুবক পুলিশের কাছে আত্ম সমর্পন করছে। শুরু হয়েছে তদন্ত । পুলিশ সূত্রে প্রকাশ, শক্তিপুরের জিনারাপাড়ার বাসিন্দা আখতারুল শেখের বাড়িতে খুন হন তার প্রতিবেশী ফিরদৌস শেখ। 


এরপর আখতারুল শক্তিপুর থানার গিয়ে পুলিশের কাছে আত্নসমর্পন করে। পুলিশ সূত্রে জানা যায়, ফিরদৌসের সঙ্গে আখতারুলের স্ত্রীর বিবাহ বহিভূর্ত সম্পর্ক ছিল। আখতারুল পুলিশ কে জানান, আড়াই বছর ধরে দুজনের মধ‍্যে সম্পর্ক ছিল। 


তা জানতে পেরে আখতারুল,ফিরদৌস, তাঁর স্ত্রীকে নিষেধ করে। কিন্তু তাতে কেউই কনে দেননি তাঁরা।আখতারুল পুলিশের কাছে দাবি করেছে, বুধবার সকালে সে তার স্ত্রীকে দিয়ে ফিরদৌসকে বাড়িতে ডেকে আনে। ফিরদৌস তার বাড়িতে পৌঁছতেই দু' পক্ষের মধ‍্যে ব‍্যাপক বাক বিতান্ডা শুরু হয়। এর ফাঁকে ধারালো অস্ত্র বার করে স্ত্রীর সামনেই ফিরদৌসের গলার নলি কেটে দেয় আখতারুল। 


এরপর সে শক্তিপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য মর্গে প্রেরণ করেন। পাশাপাশি আখতারুলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জেরা করা হচ্ছে আখতারুলকে ও। এ ঘটনায় এলাকায় চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে।


আরএক্স/