ভাতিজার হাতে প্রাণ গেল চাচার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৫২ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২২


ভাতিজার হাতে  প্রাণ গেল চাচার
প্রতীকী ছবি

ভাতিজার দায়ের কোপে প্রাণ হারালেন চাচা। এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে আসামরাজ‍্যের কাছাড় জেলার জিরিঘাট থানার অন্তর্গত কার্জন বস্তিতে। 


বুধবার (২৬ অক্টোবর) সন্ধ‍্যায় এই ঘটনাটি ঘটেছে। অজয় মুড়া (২২) এর হাতে প্রাণ হারায় কাকা রঞ্জিত মুড়া (৪৭)। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 


জিরিঘাটের কার্জন বস্তিতে পাশাপাশি দুজনের বাড়ি। সম্পর্কিত চাচার সঙ্গে অজয়ের মধ‍্যে বিবাদ চলছে কিছুদিন থেকে। বুধবার সকালে রঞ্জিত মুড়া খুব গালিগালাজ করেন অজয়কে বলে স্থানীয় সূত্রে জানা যায়। অজয় তাতে কোন গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। সন্ধ‍্যায় আবার ও গালিগালাজ করে ঘর থেকে দা নিয়ে অজয়কে আক্রমণ করতে সোজা তার ঘরে চলে যান রঞ্জিত। 


তখন অজয় আর অপেক্ষা করেনি, ধস্তাধস্তি করে তারই হাতের দা কেড়ে নিয়ে শুরু করেন কোপ। রঞ্জিতের উপর বেশ কয়েকটি  কোপ বসিয়ে দেয় অজয়। এতে ঘটনাস্থলেই কাকার মৃত্যু ঘটে। দা দিয়ে কুপিয়ে খুন করে নিজের ঘর থেকে পালায়নি অজয় মুড়া। ঘাতক অজয়ের ভাই ঘটনার খবর দেন জিরিঘাট থানায়। 


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজয়কে গ্রেফতার করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে রঞ্জিতের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন পুলিশ। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে সমঝে দিয়েছে পুলিশ। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরএক্স/