পশ্চিমাদের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধ: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২
ইউক্রেনে অভিযান পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে রাশিয়ার বৃহত্তর লড়াইয়ের অংশ বলে মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বিশ্ব সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘সবচেয়ে বিপজ্জনক' দশকে প্রবেশ করছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মস্কোয় একটি ক্লাবে এসব কথা বলেন ভ্লাদিমির পুতিন।
পুতিন বলেন, রাশিয়ার মিত্রদের মস্কোবিমুখ করতে চাচ্ছে পশ্চিমা দেশগুলো। বিভিন্ন দেশের সার্বভৌমত্ব অস্বীকার করে ‘বিপজ্জনক, রক্তক্ষয়ী ও নোংরা' খেলা খেলছে পশ্চিমারা। এক্ষেত্রে সফলতা পেতে তারা পারমাণবিক হামলার ধোঁয়া তুলে ‘ব্ল্যাকমেইল' করছে।
তিনি বলেন, গোটা বিশ্ব ব্যবস্থার টেকটনিক পরিবর্তনের ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধ একটি অংশ মাত্র। বিশ্বের বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের একাধিপত্যের ঐতিহাসিক সময় শেষ হয়ে আসছে। একমেরু বিশ্ব অতীতের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
মানবতার দিক দেখভালের বিষয়টি একা হাতে সামলাতে পশ্চিমারা সক্ষম নয়, তারপরও তারা মরিয়া হয়ে তা করতে চেষ্টা করছে উল্লেখ করে পুতিন বলেন, “বিশ্বের বেশিরভাগ মানুষই আর এটি সহ্য করতে চায় না।
জেবি/ আরএইচ/