বিয়েতে রসগোল্লা নিয়ে সংঘর্ষে প্রাণ গেলও যুবকের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩:২৫ পূর্বাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২
বিয়ের অনুষ্ঠানে মিষ্টি কম হওয়ার কারণে সংঘর্ষে ২২ বছর বয়সী এক তরুণ নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে, ভারতের উত্তর প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে।
জানা যায়, গত বুধবার (১৬ অক্টোবর) রাতে আগ্রা জেলার এতমাদপুরে মহল্লা শাইখানের বাসিন্দা উসমানের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রসগোল্লার ঘাটতি হওয়ার কারণে কনে ও বর পক্ষের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে।
এতমাদপুর সার্কেল অফিসার রবি কুমার গুপ্ত বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মিষ্টির ঘাটতি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মারাত্মক হাতাহাতিতে রূপ নেয় এবং এক ব্যক্তি সেখানে অন্যদের ওপর ছুরি নিয়ে হামলা চালায়।
তিনি বলেন, হামলায় গুরুতর জখম হওয়া সানিকে (২২) প্রথমে কমিউনিটি হেলথ সেন্টারে পাঠানো হয় এবং তারপর আগ্রার সরোজিনী নাইডু মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্র : এনডিটিভি