স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৮:২৮ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২২
গাড়ির মধ্যে মডেলের সঙ্গে পরকীয়ায় মত্ত। স্ত্রী হাতেনাতে ধরে ফেলতেই গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করে ছিলেন বলিউড প্রযোজক কমল কিশোর মিশ্র।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সামনে আসে বলিউডের প্রযোজর কমল কিশোর মিশ্র-র কীর্তি। সিসিটিভি ফুটেজে প্রমাণ পায় পুলিশ। এরপর গ্রেফতার হন এই ব্যক্তি।
এক মডেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় হাতেনাতে ধরে ফেলায় গত বুধবার (১৯ অক্টোবর) ওশিওয়ারার হীরাপান্না মলের বিপরীতে সম্মুখ হাইটসের পার্কিং স্পেসে স্ত্রীর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন কমল কুমার মিশ্র।
নিজের পরকীয়ার অপরাধ চাপা দিতেই প্রত্যক্ষদর্শী স্ত্রীকে খুনের চেষ্টা করেন প্রযোজক। কিন্তু তাঁর অপরাধের প্রমাণ ধরা পড়ে যায় সিসিটিভি ক্যামেরায়। প্রযোজক গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করায় পায়ে গুরুতর চোট পান স্ত্রী ইয়াসমিন। তিনিই অভিযোগ দায়ের করেন অম্বোলি থানায়।
স্বামীর বিরুদ্ধে পরকীয়া এবং ইচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন ইয়াসমিন। ইয়াসমিন পুলিশের কাছে আরো দাবি করেছেন, গত ফেব্রুয়ারি মাস থেকেই নাকি ওই মডেলের সঙ্গে বিবাহ বহিভূর্ত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তাঁর স্বামী। এই নিয়ে বহুবার তাঁদের মধ্যে বাকবিতণ্ডা ও হয়েছে বলে জানান ইয়াসমিন।
তারঁ অভিযোগের ভিত্তিতে ভারতীয় দন্ডবিধির ২৭৯ ও ৩৩৭ ধারায় মামলা দায়ের হয়েছে কমল কুমার মিশ্রার বিরুদ্ধে। প্রযোজকের স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার ঘটনার সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভয়াবহ ঘটনার ভিডিও দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনরা। উঠেছিল বলিউড প্রযোজককে গ্রেফতারের দাবি। পুলিশ ও খোঁজ চালিয়ে যাচ্ছিল অভিযুক্তের শেষমেশ বৃহস্পতিবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
আরএক্স/